মুভি রিভিউঃ Incendies



Name: Incendies

Year:2010

Genre: Drama,mystery,war

Director:Denis velleneuve

Running time:2h 10m

Country:Canada

Language:French,Arabic

Cast:Lubna Azabal,Mélissa Désormeaux-Poulin,Maxim Gaudette

IMDB Ratting:8.3/10

Rotten Tomattos: 93%

Metacritic : 80%

Personal Ratting:9.5/10

মুভি আমাদের জীবনের আয়নার মত।আমাদের জীবনের ঘটনা আয়নার মত আমরা দেখতে পাই মুভিতে।কিছু মুভি আমাদের হাসায়,কিছু মুভি কাঁদায়,কিছু মুভি দেখে আমরা ভয় পাই....আর কিছু মুভি আছে,যেগুলো দেখে আমরা বিশ্বাস করতে পারি না নিজেদের চোখকে...কিছুতেই মানতে পারি না সত্যটা।সেইরকম একটা মুভি Incendies....যারা মুভি দেখে তব্দা খেয়ে যেতে পছন্দ করেন তাদের জন্য must watch movie....আপনি একটা মুভির ট্রাজেডি সহ্য করার মত কতটা মানসিক শক্তি রাখেন,সেইটার ই যেন পরীক্ষা Incendies মুভিটি।

আর হ্যা,...এই মুভিটি অস্কারের জন্য নোমিনেটেড হয়েছিল..."best foreign language film" ক্যাটাগরিতে।

এবার মুভির ঘটনায় যাওয়া যাক।

কাহিনী সংক্ষেপ:
Incendies ফ্রেঞ্চ শব্দ,  অর্থ হল "আগুন"।
মুভির ঘটনা Nawal Marwan নামের একজন মহিলাকে ঘিরে গড়ে উঠেছে।যিনি মারা যাওয়ার সময় এক অদ্ভুত দলিল করে যান নিজের দুই যমজ ছেলে-মেয়ে Jeanne Marwan আর Simon Marwan এর জন্য।Jeanne আর Simon কে দুইটা চিঠি পৌঁছে দিতে হবে,একটা তাদের বাবার কাছে আর একটা তাদের বড় ভাইয়ের কাছে।এই চিঠি দুইটা পৌঁছে দিতে না পারলে তারা তাদের মায়ের অন্ত্যোষ্টিক্রিয়ার কোন কাজ ই করতে পারবে না।
এইটুকু পড়ে মনে হতে পারে যে,এইটা আবার এমন কি কাজ!!ভাই আর বাবা কে দুইটা চিঠি পৌঁছে দেওয়ার জন্য এত হাঙ্গামা করার কি দরকার!!!কিন্তু যে বড় ভাইয়ের অস্তিত্ব সম্পর্কে তারা কখনো শোনেনি,আর বাবাকে মৃত বলেই জেনে এসেছে এতদিন,তাদের কাছে চিঠি পৌঁছে দেওয়া তো আর যে সে কাজ নয়।তাইনা?

রহস্য উদঘাটনের জন্য মেয়ে Jeanne চলে যায় মায়ের জন্মস্থানে।ফ্লাশব্যাকে দেখানো হয় Nawal এর অতীত।আস্তে আস্তে সামনে আসতে থাকে ভীষণ ট্রাজিক জীবনের অধিকারী এক নারীর ঘটনা।
তরুণী Nawal ছিলেন খ্রিষ্টান,এক রিফিউজি যুবককে ভালবেসে ফেলেন।পালিয়ে যাওয়ার সময় Nawal এর ভাইদের হাতে ধরা পড়ে খুন হয় Nawal এর প্রেমিক।সেই সময়ে Nawal গর্ভবতী ছিলেন।সমাজকে লুকিয়ে জন্ম নেয় এক ছেলে সন্তান।ছেলেটিকে পাঠিয়ে দেওয়া হয় এতিমখানায়।
দেশে সিভিল ওয়ার শুরু হলে Nawal তার ছেলে কে খুঁজতে শুরু করে।।কিন্তু যুদ্ধে এতিমখানা টা পুড়িয়ে দেওয়া হয়।রাগে দুঃখে Nawal এক চরমপন্থিদের সাথে যুক্ত হয়ে খুন করে এক খ্রিষ্টান নেতা কে।
এর পর তার জীবনের ১৫ বছর কাটে কারাগারে,সেখানে ধর্ষণের শিকার হন এবং আবারো সন্তানের মা হন।

এরপর,তার জীবনের সবচেয়ে মর্মান্তিক রহস্য(ট্রাজেডি) এর জট খুলতে হলে দেখতে হবে মুভিটি।

প্রথম দিকে ঘটনা একটু slow....অনেক ধৈর্য ধরে দেখার মত মুভি এইটা। 2h 10m run time এর পুরো ২ ঘণ্টা যদি আপনি ধৈর্য ধরে দেখেন(খবরদার একটু ও কেটে দেখবেন না)তাহলে শেষের ১০ মিনিট দেখার পরে হয়তো টানা ২ দিনেও মুভির রেশ মাথা থেকে দূর করতে পারবেন না।

একটা যুদ্ধ কতটা মর্মান্তিক হতে পারে,তা এই মুভি না দেখলে হয়তো বুঝতেও পারতাম না।এইটা কোন হরর মুভি না,কোন brutal সীন ও নেই।কিন্তু আপনি এই মুভি  টি একবার শেষ করে ফেলার পর,দ্বিতীয়বার দেখতে চাইলে আপনাকে সাহস সঞ্চয় করে নিতে হবে সিউর।

এই মুভির শেষ টুইস্ট দেখার পরে আমি আধা ঘণ্টা কোন কথা বলতে পারিনি। মুভির চরিত্রগুলোর চেয়েও নিজেকে অসহায় লাগছিল।এতটা ট্রাজেডি মেনে নিতে পারিনি,আর আমার মনে হয় কেউ মানতেও পারবে না।আমি যাদেরকে এই মুভি দেখিয়েছি,শেষ ১০ মিনিট দেখার পর তারা কেউ ই কথা বলার মত অবস্থায় ছিল না।২ বছর আগে দেখা মুভিটা,এখনো আমি এই মুভির কাহিনী মনে পড়লে মাথা ঘুরাতে থাকে।😞আমি সহজে কাউকে suggest ও করতাম না এইটা সেজন্য।

***এই মুভির ঝুলিতে রয়েছে অনেক সাফল্য,এটি ৮টি এওয়ার্ড পায় ৩১তম ‘জেনি এওয়ার্ড’ এ,২০১১ সালে ‘বেস্ট মুভি ইন ফরেইন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে ‘অস্কার' এর জন্য মনোনয়ন পায়। তা ছাড়া ‘নিউইয়র্ক টাইম্‌স’ এর মতে এটি ২০১১ এর সেরা ১০টি মুভি এর একটি।

তাহলে আর দেরী কেন?দেখা না থাকলে আজ ই দেখে ফেলুন Incendies...

বিঃ দ্রঃ মুভিটি নিজ দায়িত্বে দেখবেন,দেখা শেষে  বাকশক্তি হারিয়ে ফেললে কেউ দায়ী না কিন্তু।

লেখকঃ জোহরা ফাতেমা নিশাত

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বুক রিভিউঃ রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি

মজাদার ক্ষীরমোহন মিষ্টি রেসিপি

মুভি রিভিউঃ Grave Of The Fireflies