মুভি রিভিউঃ Grave Of The Fireflies




Grave Of The Fireflies(1988).
Genre - War,Drama,Animation.
Director - Isao Takahata. 
Nobel Written by - Akiyuki Nosaka.
Imdb rating - 8.5/10
Imdb top rated movies #48

অনেকের ই ধারণা,এনিমে হলো বাচ্চাদের কার্টুন।এইগুলো দেখা মানে সে matured না।কিন্তু আসলে কিন্তু সেটা মোটেও না।কিছু কিছু এনিমে মুভি আছে যেগুলো অনেক থ্রিলার প্রেমিদের ও পছন্দের তালিকায় অনায়াসে শীর্ষে জায়গা করে নিয়েছে।Grave of the fireflies তার মধ্যে অন্যতম।আমি নিজেও থ্রীলার মুভি প্রেমী হয়েও Gave of the fireflies কে পছন্দের মুভির তালিকায় রাখা থেকে বিরত থাকতে পারিনা।

কাহিনী সংক্ষেপঃ
ঘটনা গড়ে উঠেছে ২য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বাবা-মা কে হারানো ২ ভাই বোনের জীবন নিয়ে,ভাই সেইতা আর বোন সেতকুকো।
২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাধারণ মানুষের উপর আকাশপথে চলছিল মর্মান্তিক বোমা হামলা।মানুষজন নিজের নিয়ে পালাতে গিয়ে কেউ বেঁচে যাচ্ছে,কেউ হচ্ছে গুরুতর আহত আর কাউকে মেনে নিতে হচ্ছে চরম পরিণতি।
এইরকম ই কঠিন সময়ে, একদিন পালানোর সময় সেইতা- সেতকুকো তার মায়ের থেকে আলাদা হয়ে যায়।তাদের কথা ছিল যে বোমা হামলা শেষ হয়ে গেলে তারা একটা নির্দিষ্ট জায়গায় দেখা করবে।কিন্তু মা আর ফিরে আসেন না।পরে সেইতা জানতে পারে তার মা গুরুতর আহত হয়েছেন বোমা হামলায় এবং অবশেষে মারা যান।সেইতা তার বোন কে মায়ের অসুস্থতা নিয়ে কিছুই জানায় না।তারা এই সময়ে আশ্র‍য় নেয় তাদের এক আত্মীয়ের বাড়িতে।বাবা-মা না থাকলে কেউ ই যে দুনিয়ায় আপন না এইটা দুই ভাই-বোন খুব ভাল মতোই বুঝে যায়।সেজন্য আত্মীয়ের বাড়ি ছেড়ে তারা একটা স্যাতসেতে গুহাকে নিজেদের আবাসস্থল বানিয়ে নেয়।এখানেই চলতে থাকে দুই ভাই বোনের জীবন।
জীবন কতটা মর্মান্তিক হতে পারে,তা কিন্তু আমরা সত্যি ই কল্পনা ও করতে পারিনা।



পর্যালোচনাঃ
এই মুভিতে আপনার যেটা অবশ্যই ভাল লাগবে,সেটা হলো ভাই বোনের সম্পর্কের মাধুর্যতা।ভাই তার বোন কে কত টা ভালবাসতে পারে?নিজের জীবনের চেয়েও সেইতা তার ছোট্ট বোনকে ভালবাসে।যা কিছু হোক,বোনকে যেকোনো বিপদ থেকে আগলে রাখে সে।বোনের মুখে আহার তুলে দিতে এমন কাজ নেই যে সে করে না,চুরি করতেও বাধ্য হয় যুদ্ধের সেই অসম্ভব পরিস্থিতির মধ্যে।যে সময়ে সবার ই অবস্থা খারাপ,কেউ কাউকে এক পয়সা দিয়েও সাহায্য করতে নারাজ,মানবতা নেই,সবাই নিজেকে বাঁচিয়ে রাখতে ব্যস্ত।



যুদ্ধ কখনোই ভাল কিছু বয়ে আনে না।যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর কয়জন মনে রাখে যুদ্ধে সব হারানো মানুষদের কথা?কেউ মনে রাখে না।যুদ্ধ শুরু হয় যে কোন ২ পক্ষের মধ্যে।কিন্তু তার রোসানলে পড়ে মাশুল দিতে হয় অসহায় মানুষদের কে ।

একটা কথা বলে নেই,এই এনিমে দেখতে হলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে যে আপনি must কাঁদবেন,আপনার অজান্তেই।আপনি যতোই কঠিন মনের মানুষ হোন না কেন,ছোট্ট সেতকুকোর প্রতিটা কথা ভাবাবে আপনাকে,তার চঞ্চলতা হাসাবে আপনাকে আর কাঁদাতেও বাধ্য করবে আপনাকে।
আপনি নিজের অজান্তেই মনে মনে বলবেন-যুদ্ধ চাই না,যুদ্ধ চাই না,শান্তি চাই।
আর আমার পরামর্শ,প্লিজ নিজের জীবন নিয়ে কখনো আফসোস করেবেন না,কখনো খাবার নষ্ট করবে না।শুধু বলুন "আলহামদুলিল্লাহ"।যা আছে তাতে সন্তুষ্ট থাকুন,অনেকে কত খারাপ অবস্থায় জীবন কাটায় প্রতিনিয়ত আপনি কল্পনা ও করতে পারবেন না।

লেখকঃ জোহরা ফাতেমা নিশাত

মন্তব্যসমূহ

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. দারুন লিখেছেন। বাস্তব জীবনের সাথে মিলিয়ে শেষের পরামর্শ দেয়ায় রিভিউটা আরো হৃদয়গ্রাহী হয়েছে।
      Alhamdulillah for everything.

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বুক রিভিউঃ রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি

মজাদার ক্ষীরমোহন মিষ্টি রেসিপি