সিরিজ/সিরিয়াল রিভিউ : khaani

 

Drama name:khaani(pakistani drama)

genre:tragedy,drama

No f seasons:1

episode No:31

IMDB ratting:8.1

Starring:Feroze Khan,Sana Javed


(আমি সিরিয়াল দেখি ই না বলতে গেলে,এতো এপিসোড দেখার ধৈর্য্য থাকে না।কিন্তু সেই আমি এইটা দেখেছিলাম একটানা,এইটা দিয়েই প্রথম পাকিস্তানি সিরিয়াল দেখা শুরু আমার)

#হালকা_স্পয়লার আছে,কিন্তু এইটা রিভিউ এর প্রয়োজনেই দেওয়া।

কাহিনী সংক্ষেপঃ Sanam khan এবং Saram khan দুইজন টুইন,বাবা-মা আর তাদের আরো ছোট দুই বোন মিলে তাদের মধ্যবিত্ত একটা পরিবার....খুব ই সুখি একটা পরিবার...

হঠাৎ ই একদিন Mir Hadi নামের এক অনেক বড় রাজনীতিবিদের বখে যাওয়া ছেলে খুব ই তুচ্ছ কারণে খুন করে khaani'র ভাই Saram কে...হাসিখুশি একটা পরিবার একদম তছনছ হয়ে যায় এক নিমিষেই...যেহেতু সামনে ellection,তাই Hadi'র বাবা চান ছেলে কেউ বাঁচাতে এবং নিজের position ও ধরে রাখতে।সেজন্য অনেক শান্তভাবে Khaani'র পরিবার কে বুঝিয়ে Hadi কে মাফ করে দেওয়ার পেপারে সাইন করিয়ে নিতে চান।কিন্তু বেঁকে বসে Khaani...ভাইয়ের মৃত্যু khaani কে বদলে দেয় একদম,ভীতু থেকে সে হয়ে যায় একদম ভয়ভীতিহীন এক অন্য মানুষ...সে সাইন করতে দিবে না কিছুতেই....ভাইয়ের মৃত্যুকে এতো সহজে মেনে নিতে পারে না,ভাইয়ের খুনি এতো সহজে ছাড়া পেয়ে যাবে এইটা মানতেই পারে না সে.... Hadi বাবার  power এর জোরে জেল থেকে বেরিয়ে আসে।তারপর khaani'র কপালে পিস্তল ঠেকিয়ে একরকম জোর করেই সাইন করিয়ে নেয় পেপারে।


জেল থেকে বেরিয়ে আসে Hadi ঠিক ই...কিন্তু একটা জিনিস সে ভাবতেই থাকে,khaani তাকে ভয় অয়ায় না একদম ই,তার চোখে চোখ রেখে কথা বলার সাহস কোথা থেকে পায় এই সাধারণ একটা মেয়ে!!!...powerful মানুষদের এই এক সমস্যা,তারা চায় সবার চোখে ভয় দেখতে।এই ব্যাপারটাই Hadi কে ভাবাতে থাকে আর যার ভাইকে খুন করেছে তার ই প্রেমে পাগল হয়ে যায় অদ্ভুতভাবে।কাহিনী চলতে থাকে,আর বাড়তে থাকে Hadi'র পাগলামি,ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে,জিদ হয়ে যায় khaani তার জন্য..."khaani চাই ই চাই" এইরকম চিন্তা Hadi'র...কিন্তু এক বোনের পক্ষে কি কখনো সম্ভব তার ভাইয়ের খুনিকে ভালবাসা?

khaani কি মাফ করেছিল hadi কে?শেষ পর্যন্ত Hadi'র ফাঁসি কি হয়?নাকি আরো মর্মান্তিক কিছু হতে যাচ্ছে তার সাথে??এই সিরিয়াল এর last এর tragedy এতোই বেশি...!!!😞😞


Pesonal opinion : 

এই সিরিয়ালের প্রথমে মনে হতে পারে typical প্রেম কাহিনী,কিন্তু কাহিনী যত আগাবে তত আপনি বুঝতে পারবেন এইটা তথাকথিত প্রেমকাহিনীর চেয়েও বেশি কিছু.....

নিজের power নিয়ে অন্ধ হয়ে যাওয়া মানুষ,যারা ভাবে কেউ ই তাদের কিছু করতে পারবে না,,সেটা যে একদম চরম ভুল,সেটা তারা বোঝে না!!কার বদদোয়া আল্লাহ কখন কবুল করে নেন বলা যায় না...

এই সিরিয়ালে যেটা আরো স্পষ্ট করে বোঝানো হয়েছে সেটা হলো বাবা-মা এর দায়িত্ব।ছেলে-মেয়েদেরকে শুধু আহ্লাদ দিয়ে মাথায় তুললেই হয় না।তাদের কে সঠিক সময়ে তাদের ভুল সুধরিয়ে দেওয়া জরুরি।ছোট থেকে ভুল সুধরিয়ে  না দেওয়ার ফল হলো এই বখে যাওয়া Mir Hadi.....যে কিনা কাউকে পরোয়াই করে না....


মানুষ তার কৃতকর্মের জন্য যে এতো অনুতপ্ত হতে পারে,আপনি ভাবতেই পারবেন না।যেই hadi'র জন্য প্রথমে আপনার ঘৃণা ছিল,সেই hadi'র জন্য ই আপনি ভাববেন,khaani'র জন্য hadi'র সীমাহীন ভালবাসা আপনাকে ভাবাবে,Hadi খুনি হওয়া সত্ত্বেও আপনি চাইবেন যে Hadi কে সবাই একটু শান্তি দিক এবার,আর কত সহ্য করবে সে।এতো উদ্ধত একজন মানুষ কোন পর্যায়ে গেলে বলতে পারে "মৃত্যুর সাঁজা দাও আমাকে,বেঁচে থাকাই আমার জন্য বেশি কষ্টকর "


তথ্যঃ1. অভিনয়ের জন্য feroze khan পান best actor award(veiwer's choice)❤

2.best original soundtrack winner(Rahat Fateh Ali Khan এর কণ্ঠে)❤


নায়িকার বাড়ির ঘটনাগুলো বোরিং লেগেছে,এইগুলো যথাসম্ভব skip করেছি।

Hadi'র ভুমিকায় আছে Feroze Khan..আমি তার অভিনয় ই অবাক হয়ে দেখেছি,charecter এর মাঝে একদম মিশে গেছে সে।

সাথে আছে রাহাত ফাতেহ আলী খানের কন্ঠে চমৎকার গান,যেটা pain গুলোকে আরো ভালভাবে feel করানোর জন্য একদম perfect...❤


***পাকিস্তানি ড্রামাগুলোর ভাল দিক হলো, আপনি পরিবারের সাথে বসে নিশ্চিন্তে দেখতে পারবেন এবং এপিসোড কম....Hindi serial গুলোর মতো প্যাচ নাই,সেজন্য আরো ভাল লেগেছে আমার।😊


#stay_home

#stay_safe

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বুক রিভিউঃ রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি

মজাদার ক্ষীরমোহন মিষ্টি রেসিপি

মুভি রিভিউঃ Grave Of The Fireflies