পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সিরিজ/সিরিয়াল রিভিউ : khaani

ছবি
  Drama name:khaani(pakistani drama) genre:tragedy,drama No f seasons:1 episode No:31 IMDB ratting:8.1 Starring:Feroze Khan,Sana Javed (আমি সিরিয়াল দেখি ই না বলতে গেলে,এতো এপিসোড দেখার ধৈর্য্য থাকে না।কিন্তু সেই আমি এইটা দেখেছিলাম একটানা,এইটা দিয়েই প্রথম পাকিস্তানি সিরিয়াল দেখা শুরু আমার) #হালকা_স্পয়লার আছে,কিন্তু এইটা রিভিউ এর প্রয়োজনেই দেওয়া। কাহিনী সংক্ষে পঃ Sanam khan এবং Saram khan দুইজন টুইন,বাবা-মা আর তাদের আরো ছোট দুই বোন মিলে তাদের মধ্যবিত্ত একটা পরিবার....খুব ই সুখি একটা পরিবার... হঠাৎ ই একদিন Mir Hadi নামের এক অনেক বড় রাজনীতিবিদের বখে যাওয়া ছেলে খুব ই তুচ্ছ কারণে খুন করে khaani'র ভাই Saram কে...হাসিখুশি একটা পরিবার একদম তছনছ হয়ে যায় এক নিমিষেই...যেহেতু সামনে ellection,তাই Hadi'র বাবা চান ছেলে কেউ বাঁচাতে এবং নিজের position ও ধরে রাখতে।সেজন্য অনেক শান্তভাবে Khaani'র পরিবার কে বুঝিয়ে Hadi কে মাফ করে দেওয়ার পেপারে সাইন করিয়ে নিতে চান।কিন্তু বেঁকে বসে Khaani...ভাইয়ের মৃত্যু khaani কে বদলে দেয় একদম,ভীতু থেকে সে হয়ে যায় একদম ভয়ভীতিহীন এক অন্য মানুষ...সে সাইন করতে দিবে...

মুভি রিভিউঃ Grave Of The Fireflies

ছবি
Grave Of The Fireflies(1988). Genre - War,Drama,Animation. Director - Isao Takahata.  Nobel Written by - Akiyuki Nosaka. Imdb rating - 8.5/10 Imdb top rated movies #48 অনেকের ই ধারণা,এনিমে হলো বাচ্চাদের কার্টুন।এইগুলো দেখা মানে সে matured না।কিন্তু আসলে কিন্তু সেটা মোটেও না।কিছু কিছু এনিমে মুভি আছে যেগুলো অনেক থ্রিলার প্রেমিদের ও পছন্দের তালিকায় অনায়াসে শীর্ষে জায়গা করে নিয়েছে।Grave of the fireflies তার মধ্যে অন্যতম।আমি নিজেও থ্রীলার মুভি প্রেমী হয়েও Gave of the fireflies কে পছন্দের মুভির তালিকায় রাখা থেকে বিরত থাকতে পারিনা। কাহিনী সংক্ষেপঃ ঘটনা গড়ে উঠেছে ২য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বাবা-মা কে হারানো ২ ভাই বোনের জীবন নিয়ে,ভাই সেইতা আর বোন সেতকুকো। ২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাধারণ মানুষের উপর আকাশপথে চলছিল মর্মান্তিক বোমা হামলা।মানুষজন নিজের নিয়ে পালাতে গিয়ে কেউ বেঁচে যাচ্ছে,কেউ হচ্ছে গুরুতর আহত আর কাউকে মেনে নিতে হচ্ছে চরম পরিণতি। এইরকম ই কঠিন সময়ে, একদিন পালানোর সময় সেইতা- সেতকুকো তার মায়ের থেকে আলাদা হয়ে যায়।তাদের কথা ছিল যে বোমা হামলা শেষ হয়ে গেলে তারা একটা নির্দিষ্ট জায়গায় দে...

মজাদার ক্ষীরমোহন মিষ্টি রেসিপি

ছবি
ছবি সূত্রঃগুগল উপকরণঃ ১.কাঁচা সুজি-১.৫ চামচ ২.পানি ৩.গুড়া দুধ-২ কাপ ৪.ময়দা-২ টেবিল চামচ ৫.ঘী ৬.তরল দুধ(কুসুম গরম) ৭.চিনি ৮.কন্ডেন্সড মিল্ক ৯.বেকিং পাউডার ১০.তেল ১১.এলাচ প্রণালীঃ প্রথমে ১.৫ চামচ কাঁচা সুজি একটা বাটিতে নিয়ে তাতে ১.৫ চামচ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে,যাতে সুজি ফুলে উঠে। অন্য দিকে,একটা বড় বোলে ১ কাপ গুড়া দুধ,২ টেবিল চামচ ময়দা,হাফ চামচ বেকিং পাউডার নিতে হবে।শুকনো উপকরণ গুলো ভালভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে।এরপর এতে ১ টেবিল চামচ ঘী এবং আগে থেকে রেখে দেওয়া সুজির মিশ্রন দিয়ে সব কিছু একসাথে হাত দিয়ে ভালভাবে মিশিয়ে নিতে হবে।এরপর কুসুম গরম তরল দুধ(প্রায় ২-৩ টেবিল চামচ/প্রয়োজন মত)নিয়ে একটা আঠালো ডো করে নিতে হবে।ডো টা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপর এই ডো থেকে প্রয়োজন মত নিয়ে গোল বলের আকৃতি দিতে হবে।খুব বড় করার দরকার নেই,কারণ এইগুলো চিনির শিরায় দিলে আরো ফুলে যাবে। এরপর,আর একটা প্যানে পরিমানমত তেল গরম করতে দিতে হবে,যাতে মিষ্টিগুলো পুরো পুরি ডুবো তেলে ভাজা যায়। তেল বেশি গরম করা যাবে না,হালকা গরম হলেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে।এরপর উলটে পালটে সব্দিক সমান করে ভেজে নিতে হবে।প্রথ...

মুভি রিভিউঃ Incendies

ছবি
Name: Incendies Year:2010 Genre: Drama,mystery,war Director:Denis velleneuve Running time:2h 10m Country:Canada Language:French,Arabic Cast:Lubna Azabal,Mélissa Désormeaux-Poulin,Maxim Gaudette IMDB Ratting:8.3/10 Rotten Tomattos: 93% Metacritic : 80% Personal Ratting:9.5/10 মুভি আমাদের জীবনের আয়নার মত।আমাদের জীবনের ঘটনা আয়নার মত আমরা দেখতে পাই মুভিতে।কিছু মুভি আমাদের হাসায়,কিছু মুভি কাঁদায়,কিছু মুভি দেখে আমরা ভয় পাই....আর কিছু মুভি আছে,যেগুলো দেখে আমরা বিশ্বাস করতে পারি না নিজেদের চোখকে...কিছুতেই মানতে পারি না সত্যটা।সেইরকম একটা মুভি Incendies....যারা মুভি দেখে তব্দা খেয়ে যেতে পছন্দ করেন তাদের জন্য must watch movie....আপনি একটা মুভির ট্রাজেডি সহ্য করার মত কতটা মানসিক শক্তি রাখেন,সেইটার ই যেন পরীক্ষা Incendies মুভিটি। আর হ্যা,...এই মুভিটি অস্কারের জন্য নোমিনেটেড হয়েছিল..."best foreign language film" ক্যাটাগরিতে। এবার মুভির ঘটনায় যাওয়া যাক। কাহিনী সংক্ষেপ : Incendies ফ্রেঞ্চ শব্দ,  অর্থ হল "আগুন"। মুভির ঘটনা Nawal Marwan নামের একজন মহিলাকে ঘিরে গড়ে উঠেছে।যিনি মারা যা...