সিরিজ/সিরিয়াল রিভিউ : khaani
Drama name:khaani(pakistani drama) genre:tragedy,drama No f seasons:1 episode No:31 IMDB ratting:8.1 Starring:Feroze Khan,Sana Javed (আমি সিরিয়াল দেখি ই না বলতে গেলে,এতো এপিসোড দেখার ধৈর্য্য থাকে না।কিন্তু সেই আমি এইটা দেখেছিলাম একটানা,এইটা দিয়েই প্রথম পাকিস্তানি সিরিয়াল দেখা শুরু আমার) #হালকা_স্পয়লার আছে,কিন্তু এইটা রিভিউ এর প্রয়োজনেই দেওয়া। কাহিনী সংক্ষে পঃ Sanam khan এবং Saram khan দুইজন টুইন,বাবা-মা আর তাদের আরো ছোট দুই বোন মিলে তাদের মধ্যবিত্ত একটা পরিবার....খুব ই সুখি একটা পরিবার... হঠাৎ ই একদিন Mir Hadi নামের এক অনেক বড় রাজনীতিবিদের বখে যাওয়া ছেলে খুব ই তুচ্ছ কারণে খুন করে khaani'র ভাই Saram কে...হাসিখুশি একটা পরিবার একদম তছনছ হয়ে যায় এক নিমিষেই...যেহেতু সামনে ellection,তাই Hadi'র বাবা চান ছেলে কেউ বাঁচাতে এবং নিজের position ও ধরে রাখতে।সেজন্য অনেক শান্তভাবে Khaani'র পরিবার কে বুঝিয়ে Hadi কে মাফ করে দেওয়ার পেপারে সাইন করিয়ে নিতে চান।কিন্তু বেঁকে বসে Khaani...ভাইয়ের মৃত্যু khaani কে বদলে দেয় একদম,ভীতু থেকে সে হয়ে যায় একদম ভয়ভীতিহীন এক অন্য মানুষ...সে সাইন করতে দিবে...