বুক রিভিউঃ গর্ভধারিনী
(চরিত্র বিশ্লেষণ) বইয়ের নামঃ গর্ভধারিণী লেখকঃসমরেস মজুমদার গল্পটা চাররকম পরিবেশে বেড়ে ওঠা চার তরুণের বন্ধুত্বের গল্প।শুধু সমাজকে বদলানোর উদ্দেশ্যের জন্য ই পুরো ভিন্ন চারটা চরিত্রের একসাথে চলার গল্প। আজকে এই উপন্যাসের গল্প নিয়ে লিখবো না....গল্পের চার তরুণের চরিত্র কে আমার দৃষ্টিভঙ্গির দিক দিয়ে লিখবো) ------------------------------------------------- ১.আনন্দঃ একদম perfect gentleman যাকে বলে আর কি।কোন দোষ খুঁজে বের করা যাবে না তার।কখন কোন ডিসিশন নিতে হবে ঠাণ্ডা মাথায়, আনন্দর চেয়ে ভাল মনে হয় কেউ জানেনা...leadership কেউ আনন্দর কাছ থেকে শিখুক।যেকোনো পরিবেশে মাথা এতো ঠাণ্ডা!!ভাবা যায়!! সৎ,নিষ্ঠাবান,চরিত্রবান যতরকম positive adjective আপনি জানেন, সব আনন্দর জন্য প্রয়োগ করতে পারবেন আপনি। সমরেস মজুমদার এতো perfect একটা ছেলের কল্পনা করলেন কিভাবে বুঝলাম না😂 যাই হোক,আমার কেন জানি এতো perfect মানুষ পছন্দ না।মানুষের একটু তো দোষ থাকবে।সবসময় তো একজন সঠিক হতে পারে না।আনন্দর চরিত্র টা অনেক দারুণ, শুধু এই সবসময় perfect image এর জন্য ই আমার কিছু কিছু জায়গায় বিরক্ত লেগেছে।মানুষ এতো perfect ...